তেহরান মস্কোর কাছে কোনো সামরিক সহায়তা চায়নি : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে তেহরান মস্কোর কাছ থেকে কোনো সামরিক সহায়তা চায়নি। তিনি বলেন, রাশিয়া ও ইরানের কৌশলগত অংশীদারত্ব চুক্তিতে সামরিক সহায়তা অন্তর্ভুক্ত নয়।

রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, পুতিন জানান, অতীতে রাশিয়া ইরানকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব দিলেও তেহরান সেই প্রস্তাব গ্রহণ করেনি। তিনি আরও বলেন, ইসরায়েলের আক্রমণের মূল লক্ষ্য ছিল ইরানের গোপন পারমাণবিক স্থাপনাগুলো, তবে এখনো তা অক্ষত রয়েছে।

বুধবার (১৮ জুন) সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের এক গোলটেবিল আলোচনায় সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় পুতিন এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের ইরানি মিত্ররা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো সহায়তা চায়নি।”

তিনি আরও জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সরাসরি যোগাযোগ রয়েছে।

পুতিনের ভাষায়, “এই সংকটে ইরানি জনগণ নিজেদের নেতৃত্বের প্রতি সমর্থন দেখাচ্ছে, আর সমাধান আসা উচিত রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে।”

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নকলায় সড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান
নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে তাকে চরিত্রহীন বলা হয়: ঋতুপর্ণা
ঢাকায় গণতন্ত্র প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসনের ‘আগ্রহ খুবই সীমিত’: কুগেলম্যান
দেশে এই প্রথম ১১ মেয়ে ও ১৩৫ শিশু শহীদ: শারমিন মুরশিদ
ছুটিতে আছেন তটিনী
জুলাই শহীদদের প্রেরণায় গণতান্ত্রিক রাষ্ট্র গড়া সম্ভব : উপদেষ্টা মাহফুজ আলম
মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন হাজার হাজার মানুষ
নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা
শেখ হাসিনা অপরাধ করেননি, উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন : আইনজীবী আমির হোসেন
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর জোর প্রধান উপদেষ্টার

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার