ইরানের উপর ইসরায়েলি হামলার বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভকারীরা সমাবেশ করেছে।
ইরানে হামলা চালানোর বিষয়টি পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যেন এই সংঘাতে কোনোভাবে জড়িয়ে না পড়ার আহ্বান জানিয়ে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন শতশত মার্কিন নাগরিক।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
অনলাইনে পোস্ট করা ভিডিও অনুসারে, ম্যানহাটনে শত শত মানুষ মিছিল করেছে, ইরানে হামলার মার্কিন হুমকির পাশাপাশি গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি তাদের সমর্থনের নিন্দা জানিয়ে প্ল্যাকার্ড ধরে রেখেছে।
প্ল্যাকার্ডগুলিতে লেখা ছিল, “ইরানকে এখনই হাতছাড়া করো” এবং “গণহত্যার জন্য অর্থায়ন বন্ধ করো”।
Post Views: 44