বিতর্কিত ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম। হিরো আলম নামেই তিনি বেশি পরিচিত। একাধিক পদে বেশ কয়েকবার নির্বাচনে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। এবারও দিলেন সংসদ সদস্য (এমপি) পদে নির্বাচন করার ঘোষণা। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।
তবে নিজ জেলা বগুড়ায় নয়। তিনি লড়বেন ঢাকার ১৭ নম্বর আসনে। যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
হিরো আলম জানিয়েছেন, তিনি এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে একাধিক রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করছে বলেও জানিয়েছেন তিনি।
তার মতে, ‘অনেক দলের প্রধানের সঙ্গে কথা হচ্ছে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। যদি ব্যাটে-বলে মিলে যায়, কোনো দলে যোগ দিতে পারি; নইলে স্বতন্ত্রভাবেই লড়ব।’
নিজের প্রার্থিতা নিয়ে হিরো আলম জানিয়েছেন, আমার কাছে নির্বাচন মানে শুধু জয় নয়, এটা একটা প্রতিবাদেও মাধ্যম। এর আগে আমি যেমন প্রতিবাদ করেছি, এবারও করব। আমার প্রত্যাশা দেশে সুষ্ঠু নির্বাচন হোক। আমি চাই মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে। ১০০ ভোট পেলেও আমার সমস্যা নেই।





