সাতক্ষীরা সীমান্তে মাত্র সাত দিনে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপিসহ বাকাল ও ঝাউডাঙ্গা চেকপোস্ট এলাকায় একযোগে বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে জব্দ করা হয় ৭৫ লাখ ৭৯ হাজার টাকার ভারতীয় ওষুধ, ৭ লাখ ২৮ হাজার টাকার ভারতীয় শাড়ি, ১৩ লাখ ৫৩ হাজার টাকার সেলাই মেশিন, মোটরসাইকেল, ইঁদুরনাশক, দুধ, বোরকা ও অন্যান্য পণ্য। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৯৬ লাখ ৬০ হাজার টাকা (প্রায় ১ কোটি টাকা)।
বিজিবি জানায়, চোরাকারবারীরা এসব পণ্য শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছিল। উদ্ধারকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।






