শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭, হেমন্তকাল

জুলাই যোদ্ধাদের দাবিতে সনদে জরুরি সংশোধন: আলী রীয়াজ

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’–এ জরুরি সংশোধন আনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে এসে তিনি জানান, জুলাই বীর যোদ্ধাদের সঙ্গে আলোচনা ও রাজনৈতিক দলগুলোর পরামর্শের ভিত্তিতে অঙ্গীকারনামার ৫ নম্বর দফায় পরিবর্তন আনা হয়েছে।

সংশোধিত দফায় বলা হয়েছে—

গণ-অভ্যুত্থানপূর্ব ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানকালে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার করা হবে; শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, আহত যোদ্ধাদের ভাতা, চিকিৎসা, পুনর্বাসন ও আইনি সুরক্ষা নিশ্চিত করা হবে।

এ সময় কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. আইয়ুব মিয়া ও উপদেষ্টা মনির হায়দার উপস্থিত ছিলেন।

এদিকে, সনদের আইনি ভিত্তির দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করা জুলাই যোদ্ধাদের পুলিশ সরিয়ে দেয়। দুপুর দেড়টার দিকে তাদের সঙ্গে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের ঘটনা ঘটে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.