জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’–এ জরুরি সংশোধন আনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে এসে তিনি জানান, জুলাই বীর যোদ্ধাদের সঙ্গে আলোচনা ও রাজনৈতিক দলগুলোর পরামর্শের ভিত্তিতে অঙ্গীকারনামার ৫ নম্বর দফায় পরিবর্তন আনা হয়েছে।
সংশোধিত দফায় বলা হয়েছে—
গণ-অভ্যুত্থানপূর্ব ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানকালে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার করা হবে; শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, আহত যোদ্ধাদের ভাতা, চিকিৎসা, পুনর্বাসন ও আইনি সুরক্ষা নিশ্চিত করা হবে।
এ সময় কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. আইয়ুব মিয়া ও উপদেষ্টা মনির হায়দার উপস্থিত ছিলেন।
এদিকে, সনদের আইনি ভিত্তির দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করা জুলাই যোদ্ধাদের পুলিশ সরিয়ে দেয়। দুপুর দেড়টার দিকে তাদের সঙ্গে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের ঘটনা ঘটে।






