বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ (৯ অক্টোবর) উদযাপিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। সকাল ৮টায় রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। যা সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘জনগণের জন্য ডাক: স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর।’ এ প্রতিপাদ্যের মাধ্যমে জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দেয়া, সরকারের সঙ্গে নাগরিকদের সংযোগ দৃঢ় করা ও টেকসই উন্নয়নে ডাক বিভাগের অবদান তুলে ধরা হচ্ছে।
গতকাল বুধবার বিকেলে আগারগাঁও ডাক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।






