ওমানে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের নাম-পরিচয় জানা গেছে। তারা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা।
আজ বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে দুকুম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাবলু, সাহাবুদ্দিন, আমিন, আরজু ও রকি।
জানা গেছে, দুকুম এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। তারা ওমানের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন।
এদিকে সারিকাইত ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান, একসঙ্গে এতজন প্রবাসীর মৃত্যু এলাকার জন্য এক হৃদয়বিদারক ঘটনা। তাদের মধ্যে কেউ কেউ পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর ওমান বাংলাদেশের শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ।






