আগস্টে বাংলাদেশে আসতে আপত্তি ভারতীয় ক্রিকেট দলের

ক্রীড়া ডেস্ক

আগস্ট মাসে বাংলাদেশে সিরিজ খেলতে আপত্তি জানিয়েছে ভারত। পূর্ব নির্ধারিত সিরিজটি নভেম্বরে আয়োজনের জন্য বিসিবিকে প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী, এ সময় বাংলাদেশ সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার। তবে হঠাৎ করেই সিদ্ধান্ত থেকে সরে এসে সিরিজটি পেছানোর প্রস্তাব দিয়েছে বিসিসিআই।

ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগস্টের পরিবর্তে নভেম্বরে সিরিজটি আয়োজন করলেই ভালো হবে। বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৭ আগস্ট ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার কথা ছিল টাইগারদের। দুদিন বিরতির পর ২০ আগস্ট মিরপুরে দ্বিতীয় ও ২৩ আগস্ট চট্টগ্রামে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হওয়ার কথা ছিল ২৬ আগস্ট চট্টগ্রামে। ২৯ ও ৩১ আগস্ট শেষ দুই টি-টোয়েন্টির হওয়ার কথা ছিল মিরপুরে।

তবে ভারত সফরে না এলে কিংবা সিরিজ পিছিয়ে গেলে নতুন সূচি নিয়ে আবারও ভাবতে হবে বিসিবিকে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১