দিনের সরকারি সফর শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
সফরকালে ইউনূস যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাকিংহাম প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ‘কিংস চার্লস মেডেল ফর এন্টারপ্রেনারশিপ’ গ্রহণ করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের নীতিনির্ধারক, থিঙ্কট্যাঙ্ক এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন।
Post Views: 34