জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই সরকারের যদি জুলাই সনদ ঘোষণা দেওয়ার ম্যান্ডেট না থাকে, তাহলে কোন ম্যান্ডেটে নির্বাচন দেবে? সেটা আমি দেখতে চাই। তাই অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত।
আজ রোববার (২ নভেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত দলটির জেলা সমন্বয়ক সভায় এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, সংস্কার যথা সময়ে শেষ করে অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে।
তিনি দাবি করেন, নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায়, যারা জুলাই সনদ ও সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়।
এনসিপির ভোলা জেলা শাখার প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান শরীফের সভাপতিত্বে সভায় ছিলেন বরিশাল বিভাগীয় সম্পাদক জাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু, ফয়সাল মাহমুদ শান্ত প্রমুখ।






