আগস্টে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আগামী আগস্ট মাসে মালয়েশিয়া সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, শুরুতে সফরটি জুলাই মাসে হওয়ার কথা ছিল, তবে কর্মসূচির চাপ থাকায় তা পিছিয়ে আগস্টে নেওয়া হয়েছে।

এ সময় তিনি স্পষ্ট করে বলেন, চীন ও পাকিস্তানকে নিয়ে বাংলাদেশ কোনো ত্রিপক্ষীয় জোট গঠন করছে না।

সম্প্রতি চীনের কুনমিং শহরে আয়োজিত একটি প্রদর্শনীর সাইডলাইনে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রসচিবদের মধ্যে আলোচনা হয়। এ নিয়ে জোট গঠনের গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “ওই আলোচনা ছিল পুরোপুরি কানেক্টিভিটি এবং বাণিজ্য প্রসারের ওপর ভিত্তি করে। কোনো সামরিক বা রাজনৈতিক জোটের বিষয় সেখানে আলোচনায় আসেনি।”

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বাংলাদেশ-ভারত সম্পর্ক শীতল নয়, তবে কিছু বিষয়ে ‘রিঅ্যাডজাস্টমেন্ট’ হচ্ছে, যা স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়ার অংশ।”

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার