দেশের সকল প্রাথমিক বিদ্যালয় খুলছে আজ

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ জুন) দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে। তবে মাদরাসাগুলোর শ্রেণি কার্যক্রম শুরু হবে ২৬ জুন থেকে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হয় ৩ জুন, যা চলেছে ২৩ জুন পর্যন্ত। ফলে আজ মঙ্গলবার (২৪ জুন) থেকে দেশের ৬৫ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় ক্লাস শুরু হবে।

মাদরাসা খুলবে ২৬ জুন

মাদরাসাগুলোর ছুটি শেষ হবে ২৫ জুন। পরদিন ২৬ জুন থেকে দেশের সরকারি আলিয়া মাদরাসা ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, এর আগে ১৩ জুন থেকে দেশের সব সরকারি-বেসরকারি কলেজে যথারীতি শ্রেণি কার্যক্রম চলছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার