শেরপুরে সামাজিক-রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৩ জুন) সকালে আস্থা প্রকল্পের উদ্যোগে ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে পৌর শহরের থানা মোড় সংলগ্ন একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।
প্রকল্পটির শেরপুর জেলা সমন্বয়কারী ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী শেরপুর জেলা আমীর মো. হাফিজুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট সামিউল ইসলাম আতাহার, এস এম শহিদুল ইসলাম ভিপি, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মো. আনোয়ার হোসেন,
শেরপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা এবি পার্টির সাধারণ সম্পাদক মো. মুকসিতুর রহমান হীরা, এনসিপির জেলা সমন্বয় কমিটির সদস্য জাহাঙ্গীর জালাল, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ইউপি সদস্য হযরত আলী প্রমুখ।
বক্তারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে একযোগে সকলে মিলেমিশে কাজ করার আশা ব্যক্ত করেন।
সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহবায়ক এডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আশরাফুন নাহার, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সালাউদ্দিন, সদর উপজেলার চরশেরপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, নকলা উপজেলার টালকী ইউপি চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুলসহ নাগরিক প্লাটফর্ম, যুব ফোরাম, সুশীল সমাজ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।