নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ককটেল উদ্ধারের ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িতদের গ্রেফতার এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়।  এরপর অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।

সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, দশ মাসে ক্যাম্পাসে দুইটি হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে। অবিলম্বে নিরাপত্তা জোরদারের পাশাপাশি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার