বাজেট নিয়ে নানা তর্ক-বিতর্কের পর অবশেষে বাজেট পেতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও বিশ্ববিদ্যালয়ের ১৮ হলের হল সংসদ।
জানা গেছে, ডাকসু এবং বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদের কার্যক্রম সচল রাখতে মোট ৪৩ লাখ টাকার বরাদ্দের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য ২৫ লাখ এবং প্রতিটি হল সংসদের জন্য ১ লাখ টাকা নির্ধারিত করে কর্তৃপক্ষ।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডাকসু কোষাধ্যক্ষ ও ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসেন।
এদিকে লন্ডন ও ইতালি সফর শেষে উপাচার্য দেশে ফিরলে ডাকসুর পরিপূর্ণ বাজেট নিয়ে আলোচনার কথা জানান ডাকসু কোষাধ্যক্ষ।
এ বিষয়ে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস. এম. ফরহাদ বলেন, ‘যেহেতু এটি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক বাজেট, আমরা এটি ইতিবাচকভাবে গ্রহণ করছি। আপাতত আমরা এই বাজেট দিয়ে আমাদের কার্যক্রম চালিয়ে যাব।’
প্রসঙ্গত, ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে, প্রতি বছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ৩৭ বার। এর মধ্যে ২৯ বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলের ৫০ বছরে। সর্বশেষ ২০১৯ সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ বছর ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় ১ কোটি ৮৯ লাখ টাকার বাজেট পাস করা হয়। সর্বশেষ ৯ সেপ্টেম্বর স্বাধীন দেশে ৫৫ বছরে নবমবারের মতো অনুষ্ঠিত হয় ডাকসু ও হল সংসদ নির্বাচন।






