শেরপুর জেলার নকলায় শিববাড়ি মোড় এলাকায় অটোরিকশা ও ভ্যানগাড়ির সংঘর্ষে এক শিশু সন্তানের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকালে সড়ক দুর্ঘটনায় নূর হাবিবা রিয়ানা নামে পাঁচ মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সে নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়ন’র পিঁপড়ী গ্রামের শিক্ষক দম্পতি হানিফ উদ্দিন ও রূপালী বেগমের মেয়ে।
জানা যায়, সকাল ১০টার দিকে শিশুর মা রূপালী বেগম মেয়েকে কোলে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় ছত্রকোনা মোফাজ্জলিয়া দাখিল মাদরাসায় যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিলে মা-মেয়ে দু’জনেই ছিটকে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম চলছে।
উল্লেখ্য, মৃত শিশুটির বাবা নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ও মা ছত্রকোনা মোফাজ্জলিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষিকা।






