এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের যৌক্তিক ও ন্যায্য তিনটি দাবী আদায়ের আন্দোলনকে স্থানীয় পর্যায়ে জোরদারের লক্ষ্যে শেরপুর জেলার নকলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসার মিলনায়তনে মাদ্রাটির অধ্যক্ষ উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. আজিজুল ইসলাম-এর সভাপতিত্বে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।
শাহরিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. আব্দুল হালিমের সঞ্চালনায় সভায় এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের আন্দোলনকে স্থানীয় পর্যায়ে জোরদার করনে করণীয় বিষয়ে প্রস্তাবনামূলক বক্তব্য রাখেন, বারমাইসা দাখিল মাদ্রাসার সুপার জমিয়তুল মুদারেছিন উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আতাউর রহমান, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, নারায়নখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. রুকনুজ্জামান, চিথলিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শফিকুল ইসলাম, কায়দা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. উলি উল্লাহ, কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মো. হযরত আলীসহ অনেকে।
আলোচনান্তে সর্বসম্মতিক্রমে উপজেলার সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান এবং উপজেলা স্কুল ও মাদ্রাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সমন্বয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহনের লক্ষ্যে সোমবার সকাল ১১টার সময় এক জরুরি সভা আহবান করা হয়। সভাটি নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত হয়।
এ-সময় উপজেলার এমপিওভুক্ত বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি কলেজের অধ্যক্ষ, প্রধান, সুপার, সহ-সুপারসহ সহকারী শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।






