শেরপুর জেলার নকলায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে নকলা শহরের পারফেক্ট পাবলিক স্কুল মিলনায়তনে অ্যাসোসিয়েশনের আহবায়ক ছায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সাব্বির একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মো. ছায়েদুল ইসলাম-কে সভাপতি ও সুইটবার্ড স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইমন হাসান সুইট-কে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন– ২ জন সহ-সভাপতি নাজমুল হুদা ও মমেনুল হক চৌধুরী মোমেন; সহ-সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ সুমন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, প্রচার প্রকাশনা সম্পাদক শিপন মিয়া, ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফিরোজ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক আফসানা বেগম এবং আব্দুস সবুর আহাম্মেদ রনি, আনোয়ার হোসেন, লূৎফর রহমান, শরিফুল ইসলাম, আসিফ আহমেদ রাতুল, জাবেদ আলীসহ বাকি সকল কিন্ডারগার্টেনের পরিচালকগণকে সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।
এছাড়া কিন্ডারগার্টেনের শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এই কমিটির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন, জয়ন্ত কুমার দেব, নবীউর রহমান, মনিরুজ্জামান ও হাবিবুর রহমান।






