জামালপুরে মেলান্দহের নয়ানগর রেলক্রসিংয়ের পাশে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
এছাড়া দুপুরে সরিষাবাড়ি উপজেলার ভাটারার ধাপাদহ গ্রামে সিফাত নামে এক শিক্ষার্থী বজ্রপাতে নিহত হয়েছেন।
নিহত সিফাত মোশাররফ হোসেনের পুত্র। তিনি ভাটারা আব্দুর রাজ্জাক খান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম বলেন, ট্রেনের দরজায় ঠেস দিয়ে ঝিমাচ্ছিলেন অজ্ঞাত এক ব্যক্তি। তবে তাকে নিষেধ করার পরেও সেই স্থানে দাঁড়িয়ে ছিলেন। পরে মেলান্দহ রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে নয়ানগর রেলক্রসিং এলাকায় এলে হঠাৎ ট্রেনের দরজা থেকে পড়ে গিয়ে নিহত হন। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
আজ রোববার দুপুরে মেলান্দহের উপজেলার নয়ানগর ইউনিয়নের জালালপুর এলাকার রেলক্রসিংয়ের পাশের ধান ক্ষেত থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়।
অপরদিকে সরিষাবাড়ীতে আমগাছের নিচে বসে থাকা অবস্থায় বজ্রপাতে সিফাত নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান।
স্থানীয়রা জানান, প্রচণ্ড তাপের কবল থেকে বাঁচতে বাড়ির পাশে আম গাছের নিচে বসে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সিফাত মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।






