কোনাবাড়ীতে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে কয়েকটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

আজ সোমবার (৯ জুন) দুপুরে গাজীপুর মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড আমবাগ এলাকার লালঘাট সংলগ্ন ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরের দিকে ঈদের ছুটিতে বন্ধ রাখা ঝুটের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ধোঁয়া দেখা লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ততক্ষণে আগুনের ভয়াবহতা বেড়ে পাশের আরো কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পার্শ্ববর্তী আরো দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সোয়া ২টা) আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার