নারায়ণখোলা উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় ঐতিহ্যবাহী নারায়ণখোলা উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

আজ রোববার (৮ জুন) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২.৩০ ঘটিকায় শেষ হয়।

সহকারী প্রধান শিক্ষক হানিফ উদ্দিন’র সঞ্চালনায়, স্কুল কমিটির নব নির্বাচিত সভাপতি নাঈম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষকমন্ডলী, সাবেক কৃতি শিক্ষার্থীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর, স্কুলের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে একে একে কথা বলেন স্কুলের সাবেক শিক্ষক আব্দুল হালিম, ফজলুল হক, এ বি এম হাসানুজ্জামান (বাচ্চু) এবং আজিজুল হক।

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে কথা বলেন আব্দুল কাদির, মোনায়েম সরকার প্রমুখ।

সাবেক কৃতি শিক্ষার্থীদের মধ্যে কথা বলেন, ডা. আল ওয়ালিদ সরকার বিদ্যুৎ, শিক্ষক মোহাম্মদ গোলাম জাকারিয়া ও সঞ্চয় সরকার, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম ও মেহেদী হাসান সবুজ, দৈনিক কলিকাল পত্রিকার সম্পাদক অধ্যাপক তারেক আহসান, কৃষি কর্মকর্তা প্রমূখ।

আলোচনাপর্ব শেষে, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্মারক ক্রেস্ট ও পাঞ্জাবি উপহার প্রদান করা হয়। তাঁদের হাতে এইসব উপহার তুলে দেন স্কুলের সাবেক শিক্ষার্থীরা।

সবশেষে, সভাপতি নাঈম সরকারের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার