নকলায় বিদ্যুতায়িত হয়ে মাহিন্দ্র চালকের মৃত্যু

শেরপুরের নকলা উপজেলার গৌড়দ্বার-পাঠাকাটা রোডে বিদ্যুতায়িত হয়ে এক  মাহিন্দ্র (লড়ি) চালক নিহত হয়েছেন।

নিহত যুবকের নাম ফাহিম (২০), পিতা মো. রেজাউল করিম। তিনি জামালপুর জেলার লক্ষিচর ইউনিয়নের বারোমারি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (৫ জুন) সকালে  পাঠাকাটার আব্দুল হামিদ মেম্বারের বাড়ির কাছে ফরিদ মিয়ার জমিতে নারায়নখোলা ঘাট থেকে আনা বালু ফেলা হচ্ছিল। এই সময় ফাহিম তার চালিত মাহিন্দ্র লড়ির ডাম্পার (উপরের অংশ) তোলেন। ডাম্পারটি উপরে ওঠার সময় সেটি পাশে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে চলে যায়। সঙ্গে সঙ্গে ফাহিম বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ফাহিম না ফেরার দেশে চলে যায়।

ঘটনাটি এলাকায় চরম শোকের সৃষ্টি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

 

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার