লেগ স্পিনার রিশাদ হোসেনের বিধ্বংসী বোলিংয়ের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় সফরকারীদের মাত্র ২০৭ রানের লক্ষ্যে বেঁধে ফেলে টাইগাররা। এর মধ্যে রিশাদ একাই নিয়েছেন ৬ উইকেট।
লক্ষ্য ২০৮, কিন্তু রিশাদের তোপে কুপোকাত উইন্ডিজ
টস হেরে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক বাংলাদেশ ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে। ফলে সিরিজের প্রথম ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন দাঁড়ায় ২০৮ রান।
বাংলাদেশের ইনিংসটি পুরো ৫০ ওভার টিকিয়ে রাখার লক্ষ্য পূরণ করতে পারেনি মিরাজের নেতৃত্বাধীন দলটি। তবে শেষদিকে রিশাদ হোসেনের ১৩ বলে ২৬ রানের (২ ছক্কা, ১ চার) ঝড়ো ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে দুইশ পেরোনো সম্ভব হয়। এর আগে, ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেডেন সিলস ৪৮ রানে ৩ উইকেট নেন এবং গ্রেভস ও চেজ ২টি করে উইকেট পান।
শুরুতেই প্রতিরোধ, এরপরই রিশাদের জাদু
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্রেন্ডন কিং ও অ্যালিক আথানাজে দারুণ শুরু করেন। তাসকিন ও তানভীরের প্রথম দুই ওভার মেডেন হলেও, পরের তিন ওভারেই তারা ঝড় তোলেন। পাওয়ার প্লে’র ১০ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ছিল ৪৫ রান।
কিন্তু ১২তম ওভারে বাংলাদেশ কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দেন লেগ স্পিনার রিশাদ হোসেন। দুর্দান্ত এক ঘূর্ণিতে বাঁহাতি ওপেনার আথানাজকে (২৭ রান) এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান তিনি। এটিই ছিল শুরু। এরপরের গল্পটা কেবলই রিশাদের।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ফাইফার রিশাদের
আথানাজকে আউট করার পর থেকেই উইকেট নেওয়া থামাননি রিশাদ। মাত্র ৩ ওভারের মধ্যে তিনি একে একে তুলে নেন ৪টি উইকেট, যা তাকে এনে দেয় আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম ‘ফাইফার’ (এক ইনিংসে ৫ উইকেট)।
বিপজ্জনক কিং শিকার: ৬০ বলে ৪৪ রান করা ব্রেন্ডন কিংকে লেগ ব্রেকে পরাস্ত করে উইকেটরক্ষক সোহানের গ্লাভসবন্দী করান রিশাদ।
রাদারফোর্ড আউট: আক্রমণাত্মক ব্যাটসম্যান শেফরায়ান রাদারফোর্ডকে রানের খাতা খোলার আগেই ফিরিয়ে দেন।
ফাইফার পূর্ণ: পরের ওভারেই তার ঘূর্ণি, বাউন্সে পরাস্ত হন রোস্টন চেজ (৬ রান), তিনিও ধরা পড়েন সোহানের হাতে।
৯২ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ, যার সবগুলোই আসে রিশাদের ঝুলিতে। ২০তম ওভারে কেসি কার্টিকে সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে তিনি তার ৬ষ্ঠ উইকেটও নিশ্চিত করেন।
রিশাদের এই জাদুর পর তানভীর, মিরাজ ও মোস্তাফিজ ১টি করে উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে লাগাম টেনে ধরেন।
টসের মুহূর্ত ও ক্যাপ্টেনের ভাবনা
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শেই হোপ। টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ, যেখানে মাহিদুল ইসলাম অঙ্কন-এর ওয়ানডে অভিষেক হয়।
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টসের সময় বলেন, “আমরাও ব্যাটিং দিয়ে শুরু করতাম। এটা আমাদের ঘরের মাঠ, উইকেট সম্পর্কে আমরা আত্মবিশ্বাসী। আমি আশা করি, সবাই নিজের ভূমিকা ভালোভাবে বুঝে ইতিবাচকভাবে তা গ্রহণ করবে।”
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ জানান, “আমরা আগে বোলিং করতে চাই। গত কয়েক মাস বেশ ব্যস্ত কেটেছে। তাই এখন সবচেয়ে জরুরি বিষয় হলো দ্রুত মানিয়ে নেওয়া। শেষ সিরিজে পাকিস্তানকে হারিয়েছিলাম। সেই সাফল্য গোটা দলকে আত্মবিশ্বাসী করেছে। এবারও আমরা চাই সেই ধারাবাহিকতা বজায় রেখে বিদেশের মাটিতে ভালো সূচনা করতে।”
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ব্র্যান্ডন কিং, অ্যালিক আথানাজে, কেসি কার্টি, শেই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শারফান রাদারফোর্ড, জাস্টিন গ্রেভস, রস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোতি, খারি পিয়েরে ও জেডেন সিলস।
বাংলাদেশ একাদশ:
সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভির ইসলাম ও মোস্তাফিজুর রহমান।






