পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা জোরদার করছে ডিএমপি

আসন্ন পবিত্র আশুরা ও তাজিয়া/শোক মিছিল ধর্মীয় ভাবগম্ভীর্য ও শৃঙ্খলার সঙ্গে পালনের লক্ষ্যে ঢাকা মহানগরে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও যানবাহন ব্যবস্থাপনা নিয়ে সমন্বয় সভা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার (২৫ জুন) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আশুরা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকার সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। পরে, আলোচনা পর্বে মিছিল আয়োজক কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সেবা সংস্থা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মতামত দেন।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার জানান, আশুরা এবং হিন্দু ধর্মাবলম্বীদের উল্টোরথ যাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উভয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

তাজিয়া মিছিলের আয়োজকদের উদ্দেশে কমিশনার বলেন, মিছিলের শৃঙ্খলা রক্ষায় যেন স্বেচ্ছাসেবকরা সক্রিয় থাকেন। পুলিশও সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস.এন. মো. নজরুল ইসলাম জানান, আগামী ৫ জুলাই হিন্দু সম্প্রদায়ের রথ যাত্রা অনুষ্ঠিত হবে। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার