চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বিলম্ব ফিসহ আগামী ১৯ জুন পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।
সোমবার (১৬ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময়সীমা ১৮ জুন থেকে ১৯ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেয়ার সময়ও ১৯ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠান প্রধানদের বিষয়টি নিশ্চিত করার নির্দেশনাও দেয়া হয়েছে। সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আর কোনো শিক্ষার্থীর ফরম পূরণ করা যাবে না।
কারণ হিসেবে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলছেন, সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থীকে সুযোগ দিতে এ সুযোগ দেয়া হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এ পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ফরম পূরণের কাজ যেহেতু চলবে, তাই পরীক্ষার্থীর সংখ্যা এখনই বলা যাচ্ছে না। ফরম পূরণ শেষ হলে চূড়ান্ত সংখ্যাটা পাব।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন থেকে। অর্থাৎ পরীক্ষার ঠিক ১০ দিন আগে নতুন করে ফরম পূরণের সুযোগ পাচ্ছেন ফরম পূরণে বাকি থাকা শিক্ষার্থীরা।