শেরপুরের নকলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারী সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (১৪ জুন) সকাল ৭টায় নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. গোলাম সারোয়ার।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মন্জুরুল ইসলাম ভূঁইয়া এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন
ডা. আনোয়ার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক মো. গোলাম কিবরিয়া ভিপি, জেলা কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সেক্রেটারী ফারদিন হাসান হাসিব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক প্রমুখ।
সম্মেলনে নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. শরিফুল ইসলাম শরিফ।