ঢাকা থেকে শেরপুরের উদ্দেশে ছেড়ে আসা সোনার বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।
আজ শুক্রবার (৬ জুন) সকালে ১২ নং কামারিয়া ইউনিয়নের তারাকান্দি বাজার সংলগ্ন আলিনাপাড়া বাগানবাড়ি এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা দিয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
Post Views: 37