রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ।
আজ বৃহস্পতিবার (৫ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এর আগে বুধবার বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এর মধ্যে তেজগাঁও থানায় ৫ জন, শেরেবাংলা নগর থানায় ১ জন, মোহাম্মদপুর থানায় ৩০ জন, আদাবর থানায় ২১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১ জন ও হাতিরঝিল থানায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
Post Views: 60