আসন্ন ঈদুল আজহা। কোরবানির পশু কেনাকাটার শেষ সময়ে এসে জনগণের আকাঙ্খা পূরণে অপরিহার্য সকল অনুষঙ্গ যেন শতভাগ সচল থাকে, এ লক্ষ্যে শেরপুরের জেলা প্রশাসন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায়, আজ বৃহস্পতিবার (৫ জুন) শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান নকলা উপজেলার ঐতিহ্যবাহী পাইস্কা কোরবানির পশুর হাট পরিদর্শন করেন। এটি ‘নকলা বাইপাস গরুর হাট’ নামেই অধিক পরিচিত।
এসময় তিনি ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। হাট পরিচালনাকারীদেরকে চুরি-ছিনতাই প্রতিরোধ, জাল টাকার মাধ্যমে যাতে প্রতারণা না হয়, প্রাণীর ডাক্তারের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করা এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, নকলা থানার ওসি হাবিবুর রহমান, হাটের ইজারাদার এনামুল হক রিপন প্রমূখ।