পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মেট্রোরেল চলাচলের সময়সূচিতে সাময়িক পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। ঈদের দিন, অর্থাৎ আগামী শনিবার (৭ জুন) মেট্রোরেল চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মঙ্গলবার (৩ জুন) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ঈদের পরদিন রবিবার (৮ জুন) মেট্রোরেল সকাল ৮টা থেকে প্রতি ৩০ মিনিট অন্তর চলবে। এরপর ৯ জুন থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের নিয়ম অনুযায়ী।
ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে ছুটির দিনগুলোতে সীমিত পরিসরে হলেও নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল সেবা চালু থাকবে। তবে ঈদের দিন শুধুমাত্র একদিন বন্ধ রাখা হবে এই পরিবহন সেবা।
Post Views: 41