শুরুতেই টপ অর্ডারের ধস, এরপর মাঝের ওভারে ধৈর্যশীল জুটি- জাকের আলি অনিক ও শামিম পাটোয়ারীর দৃঢ়তায় টিকে রইলো বাংলাদেশ। তাদের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত ১৩৯ রানে পৌঁছায় টাইগাররা।
আজ শনিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের ১৭তম আসরের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় বাংলাদেশ। তবে শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো।
মাত্র ১১ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। ইনিংসের ৯.৫ ওভারেই ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে দল। এমন সময় দলের হাল ধরেন জাকের আলি ও শামিম পাটোয়ারী। ষষ্ঠ উইকেটে তারা গড়েন ৮৫ রানের কার্যকর জুটি, যা শেষ পর্যন্ত দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেয়।
প্রথম ওভারেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। ইনিংসের প্রথম পাঁচ বল খেলেন ডট, শেষ বলটিতে টাইমিং মিস করে বোল্ড হন তিনি। এরপর দুশমন্ত চামিরার বলে ক্যাচ তুলে দেন পারভেজ হোসেন ইমন। কিছুক্ষণ পর রান নিতে গিয়ে রান আউট হন তাওহীদ হৃদয়।
৪.৩ ওভারে মাত্র ৯ রানে পড়ে যায় তিন উইকেট। এরপর মাঠে নামেন অধিনায়ক লিটন দাস। কিছুটা লড়াই করলেও ইনিংস টানতে পারেননি। ২৬ বলে ২৮ রান করে রিভিউতে আউট হন তিনি। এর আগে শেখ মেহেদি হাসানও গুগলি বুঝতে না পেরে এলবিডব্লিউ হন হাসারাঙ্গার বলে।
৫৩ রানে ৫ উইকেট হারানোর পর বিপর্যস্ত দলের হাল ধরেন জাকের ও শামিম। ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন তারা। ষষ্ঠ উইকেটে ৮৫ রানের জুটি গড়েন মাত্র ৬০ বলে। জাকের আলি ৪১ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন, আর শামিম পাটোয়ারী করেন ৩৬ বলে ৪০ রান।
এই ম্যাচে জয় পেলে বাংলাদেশ নিশ্চিত করবে সুপার ফোর। তবে হেরে গেলে তাদের তাকিয়ে থাকতে হবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের দিকে।