ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ডাকসুতে ভালো নির্বাচন হবে বলে প্রত্যাশা করেন তিনি।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৩তম বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের সাথে ডাকসুর মতো ছাত্র সংসদ নির্বাচনকে মেলানো ঠিক হবে না। তবে এ নির্বাচন নিঃসন্দেহে একটা মডেল হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও যে অবস্থায় আছে, তাতে জাতীয় নির্বাচন করতে সমস্যা হবে না বলে মনে করেন তিনি।