শেরপুর জেলার নকলা উপজেলায় ৬নং পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা পূর্ব পাড়ার আলির মোড়ে এক হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়।
আজ শনিবার (৫ জুলাই) বিকাল ৫ ঘটিকায় পাঠাকাটা পূর্বপাড়া যুব সমাজের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
জমজমাট ঐতিহ্যবাহী এই হা-ডু-ডু প্রতিযোগিতায় অংশ নেয় দুইটি দল– পাঠাকাটা পূর্ব ও পাঠাকাটা পশ্চিম পাড়া। দর্শকের উচ্ছ্বাস আর হর্ষধ্বনির মাঝে খেলাটি হয়ে ওঠে এক উৎসবমুখর পরিবেশ।
উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতায় পাঠাকাটা পশ্চিম পাড়া দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে জয়লাভ করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোবারক হোসেন মিন্টু।
খেলাটি সুশৃঙ্খলভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন ৬নং পাঠাকাটা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সাইনুছ আলী মেম্বার।
এই খেলার আয়োজনে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ-উৎসাহ পরিলক্ষিত হয় এবং সকলেই এমন উদ্যোগকে স্বাগত জানান।