লিটলম্যাগ ‘পরম্পরা’র উদ্যোগে অনুষ্ঠিত হলো কবি শামীম পারভেজ স্মরণসভা।
শুক্রবার (৪ জুলাই) চুনিয়া কটেজ, দোখলা, মধুপুরে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে মননভূমির কাগজ ‘মধুপুর’ জন্মসংখ্যা প্রকাশিত হয়।
কবি শামীম আশরাফ এর সঞ্চালনায় স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সাজ্জাদ রহমান।
উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রকাশিত নির্বাচিত বারো তরুণের কাব্যপ্রয়াস চন্দ্রাবতীর কয়েকজন সন্তান-এর একজন শামীম পারভেজ।
জন্ম : নভেম্বর ১৯৭০, মাস্টারপাড়া, মধুপুর, টাংগাইল। তিনি ১৪ জুন ২০১৫ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
অল্প কয়েকদিনের অতিথি হয়ে পৃথিবীতে আসা শামীম পারভেজ মেধা ও মননের উৎকর্ষ সাধন করতে পেরেছিলেন খুব কম সময়ের মধ্যেই।
তাঁর বিখ্যাত পঙক্তি– ‘পৃথিবীতে একটাই মধুপুর হয়, মধুপুর যাওয়া সাধু সোজা কথা নয়’ এখনও ইতিহাসের অনন্য পাঠ হয়ে আছে।
স্মরণসভায় স্মৃতিচারণ, আলোচনা ও কবিতা পাঠ করেন কবি অনিন্দ্য জসীম, আব্দুল সালাম, সাজ্জাদ কবির, রাতুল মুন্সী, মুকুল হোসেন, সুরঞ্জিত বাড়ই, ইদ্রিস কাজল, সেলিম সাইফুল, আরাফত রিলকে, অরণ্য আতিক, আলিফ আশরাফ, শরৎ সেলিম, পূর্ণিমা নকরেক, জনপদ চৌধুরী প্রমুখ।