নতুন করে ফের স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশে তৈরি কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত।
গতকাল শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদফতরের মহাপরিচালক এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, ভারত স্থলপথে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি করবে না। তবে নাহভা শেভা সমুদ্রবন্দর ব্যবহার করে নির্দিষ্ট কিছু পণ্য—যেমন পাটজাত সামগ্রী, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণসুতা, পাটের একক সুতা ও ব্লিচ না করা পাটের কাপড়—আমদানি করা যাবে।
এর আগে, গত মে মাসেও ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত, যা দেশের রফতানি খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে।
Post Views: 49