বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন ইচ্ছে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন আমীর মাহমুদ খসরু চৌধুরী।
আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনের তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে এই কথা জানান তিনি।
এ সময় তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা এগোচ্ছি। শুধু নির্বাচনের আগেই নয়, নির্বাচনের পরও আমরা ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়বো।
যেসব বিষয়ে ঐক্যমত হবে সেগুলোরই সংস্কার হবে। এটি একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনের আগেও সংস্কার হবে, নির্বাচনের পরও হবে।
জুলাই সনদ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে দেশেই আলোচনা হয়েছে। জুলাই সনদ ও সংস্কার ঐক্যমতের ভিত্তিতে এই দুইটি হবে।
Post Views: 35