‘জাগাইছে জনে জনে প্রজ্ঞা স্পন্দন’– শ্লোগানে মুখরিত ময়মনসিংহ সাহিত্য সংসদ পাঠচক্র প্রকল্প বীক্ষণ আসর-২১৫০।
আজ শুক্রবার (২৩ মে) সকালে বিপিন পার্কে অনুষ্ঠিত আসরের আলোচ্য বিষয় “নজরুল : সংকটে জাগরণে”।
আসরে সভাপতিত্ব করেন কবি ছড়াকার স্বপন ধর, আলোচনা করেন ড. আবুল ফতেহ ফাত্তাহ, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল ও কবি ইয়াজদানী কোরায়শী কাজল প্রমুখ।
সঞ্চালনা করেন কবি পারভেজ শিহাব ও সানজিদা শাওন।
আসরে উপস্থিত ছিলেন কবি-অধ্যাপক আসাদ উল্লাহ, কবি-অধ্যাপক তারেক আহসান, কবি মুজাহিদুল ইসলাম নাজিম, কবি জামাল উদ্দিন জামান, কবি দালান জাহান, কবি পংকজ পাল, সরকার হুমায়ুন, আব্দুল কাদের চৌধুরী মুন্না, মিলন কান্তি ধর, দীলিপ তালুকদার, কবি রফিকুল ইসলাম মানিক, আবৃত্তিওয়ালা আমজাদ শ্রাবণ, আবৃত্তিশিল্পী টিপু চৌধুরী, কবি আনোয়ারুল হাকিম পল্লব, রাকিবুল হাসান, নবী হোসেন লাদেন প্রমুখ।
আসরের ২য় পর্বে উপস্থিত কবিবৃন্দ স্বরচিত কবিতা ও অণুগল্প পাঠ করেন।