দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রনালয়। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ বিষয়ে জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান– সরকার এ বিষয়ে সম্মতি দিয়েছেন, তবে বিদেশে যেতে পারবেন না।