বিখ্যাত গান ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’র গায়ক খালিদ আর নেই। গতকাল সন্ধ্যায় ঢাকার গ্রিনরোডের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৮১ সালে সংগীত জগতে পা রাখেন এবং ১৯৮৩ সালে চাইম ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে যোগ দেন। তাঁর গাওয়া জনপ্রিয় ও উল্লেখযোগ্য অন্যান্য গানগুলো হচ্ছে– সরলতার প্রতিমা, তুমি নেই তাই, হয়নি যাবার বেলা, কোনো কারণেই ফেরানো গেল না তাকে ইত্যাদি।