শেরপুর জেলার নকলা উপজেলার ঐতিহ্যবাহী পারফেক্ট পাবলিক স্কুল এন্ড কলেজ-এর ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৩ জানুয়ারি) সকালে পৌরসভার জালালপুর এলাকায় ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রেবেকা সুলতানা-এর সভাপতিত্বে ও পরিচালক মো. মনিরুজ্জামান’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যাতিক্রমী বৈশিষ্ট্যসমূহ উল্লেখপূর্বক শিক্ষার সার্বিক মানোন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ধনাকুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম সুলতান মাহমুদ, গণপদ্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজমুল ইসলাম, নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল আলম প্রমুখ।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতি শিক্ষার্থী ও সেরা শিক্ষক-কর্মচারীদের হাতে সম্মাননা স্মারক এবং পারফেক্ট পাবলিক স্কুল এন্ড কলেজ-এর পক্ষ থেকে অতিথিবৃন্দের হাতে শুভেচ্ছা পুরষ্কার তুলে দেওয়া হয়।

তথ্য মতে, এদিন মোট ২২২টি পুরষ্কার প্রদান করা হয়। এর মধ্যে, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ৭০ জন, শতভাগ উপস্থিতি শিক্ষার্থী ২৩ জন, ৩ জন সেরা শিক্ষকসহ মোট ৪০ শিক্ষক-শিক্ষিকা, ৫ জন কর্মচারী, প্রতি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৭৪ জন এবং উপস্থিত অতিথিবৃন্দকে পুরষ্কার প্রদান করা হয়েছে।
সবশেষে সদ্য প্রয়াত বাংলাদেশের প্রথম নারী ও তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, নকলা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রয়াত নাজিম উদ্দীন খাজা ও পারফেক্ট পাবলিক স্কুলের ধর্মীয় শিক্ষক প্রয়াত উসমান গণি আজাদী-এঁর আত্মার মাগফেরাত কামনা করে উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক হাফিজুল হাসান।
এ-সময় কলেজ শাখার ভাইস প্রিন্সিপাল হাফিজুর রহমান, স্কুল শাখার প্রধান শিক্ষক মো. খসরুসহ প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।














