বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, জামায়াত ইসলামী শুরু থেকেই রাজনৈতিক জটিলতা সৃষ্টির চেষ্টা করে আসছে।
ঐকমত্য কমিশনের আলোচনায় নিম্ন কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) এজেন্ডাটি অন্তর্ভুক্ত ছিল না। জামায়াত যখন বুঝতে পারলো যে ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানো যাচ্ছে না, তখনই তারা নিম্ন কক্ষে পিআর-এর আলোচনা নিয়ে আসে। তারা নিম্ন কক্ষে পিআর না হলে ভোটে যাবে না বলেও হুমকি দেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে এসব কথা বলেন রুমিন ফারহানা।
তিনি জামায়াতের এই ধরনের আচরণকে ‘ব্ল্যাকমেইলিং’ হিসেবে আখ্যায়িত করে বলেন, জামায়াতের এই যে ব্ল্যাকমেইলিং, কিছু হলে আমরা ভোটে যাব না, নির্বাচন বর্জন করব— এগুলো হচ্ছে অন্য রাজনৈতিক দল ও সরকারকে এক ধরনের ব্ল্যাকমেইলিংয়ের মধ্য দিয়ে নিজের ফায়দা হাসিলের চেষ্টা।
তিনি দৃঢ়তার সাথে বলেন, শুরু থেকেই জামায়াত জটিলতা সৃষ্টির চেষ্টা করে চলেছে।






