নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে কয়েক দফা বৈঠক ও বাকবিতণ্ডার পর অবশেষে নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণাও দিয়েছে দলটি।
সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
নির্বাচনের স্বার্থেই শাপলা কলি মেনে নেয়ার সিদ্ধান্ত:
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা ‘শাপলা’ কলি নেব। কিন্তু ‘শাপলা’ নিয়ে এখনো কোনো ব্যাখ্যা পাইনি। নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী আচরণের কারণে তো শুধু প্রতীক নিয়ে পড়ে থাকলে হবে না। আমাদের ইলেকশন ফেজে (পর্যায়ে) ঢুকতে হবে। সেজন্য আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এ সিদ্ধান্ত নিচ্ছি।
৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা:
আগামী জাতীয় নির্বাচনে এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেবে জানিয়ে দলটির এ মুখ্য সমন্বয়ক বলেন, দেশের যেকোনো প্রান্তের মানুষ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী হলে এনসিপি সেটা বিবেচনা করবে।
এ সময় নির্বাচন কমিশনকে দ্রুত এনসিপির নিবন্ধনসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
চলতি মাসেই প্রার্থীর তালিকা:
এদিকে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। আমরা ৩০০ আসন ধরেই এগোচ্ছি। প্রার্থীর তালিকা এই মাসেই (নভেম্বর) দিতে পারি।
দ্রুত নির্বাচন চায় এনসিপি:
তিনি বলেন, আমরা নতুন রাজনৈতিক দল। গত এক বছরে আমাদের অনেক কিছু কাঁধে নিতে হয়েছে। দল গঠনে সময় পাইনি। কিন্তু আমাদের প্রস্তুতি কম থাকুক, বেশি থাকুক সেজন্য আমরা কখনো নির্বাচন পেছানোর কথা ভাবি না। দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন প্রয়োজন। আমরা ফেব্রুয়ারি ধরেই সর্বাত্মক প্রস্তুতি নেব। বিভিন্ন মহল থেকে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা চলছে। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে।
আগামী নির্বাচন প্রথম চ্যালেঞ্জ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এনসিপির:
এনসিপি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমাদের পরিকল্পনা এই নির্বাচনকে কেন্দ্র করে নয়। আমরা নতুন গঠিত হয়েছি। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছি। আগামী নির্বাচন আমাদের সামনে প্রথম চ্যালেঞ্জ, প্রথম টেস্ট। আমরা এতে অংশগ্রহণ করবে। ভালো-মন্দ জনগণ বিবেচনা করবে।
সাংগঠনিক কার্যক্রম জোরদারে এনসিপির ৩৭৩ কমিটি:
সারাদেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এগোচ্ছে এনসিপি। দলটির ৫০টির বেশি জেলা কমিটি ও ৩২৩টি উপজেলা কমিটি রয়েছে। এখন পর্যন্ত যেসব জেলা ও উপজেলায় কমিটি গঠন হয়নি, সেগুলোতে এ মাসের মধ্যে কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।






