ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ পায়নি জাতিসংঘ

পশ্চিমা বিশ্ব ও ইসরাইল বহুদিন ধরে দাবি করে আসছে ‘ইরান পরমাণু কর্মসূচির নামে পারমাণবিক বোমা বানাচ্ছে’, তাদের এমন দাবির মুখে এবার জাতিসংঘ জানিয়েছে, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

এর আগে, দেশটি বরাবরই বলে আসছিল, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। সেইসঙ্গে আন্তর্জাতিক আইনের আওতায় এটি পরিচালনা করার অধিকার রাখে বলেও জানায় তেহরান।

এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, আইএইএ যদি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসলাইলের হামলা নিয়ে নিন্দা প্রকাশ না করে, তাহলে তেহরান সংস্থাটির সঙ্গে সহযোগিতা সীমিত করবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার