অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমানে মাসে ৩৫ হাজার মামলা নিষ্পত্তি হয়। যা আমরা মাসে ২ লক্ষতে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছি।
মামলা গ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এজন্য প্রয়োজনীয় সংস্কারের দিকে এগুচ্ছে সরকার।
আজ শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষনে এই কথা বলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ভাষণে ঈদ উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। ভাষণের শুরুতে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হয়েছে। প্রবাসী ভাই-বোনদের অনেকদিনের দাবির পরিপ্রেক্ষিতে পাওয়ার অব অ্যার্টনি বিধিমালা সংশোধন করা হয়েছে। এখন পুরোনো পাসপোর্টে ‘নো ভিসা রিকোয়ার্ড স্টিকার’ থাকলে কিংবা জন্মসনদ থাকলে বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবে। আগামী দুই মাসের মধ্যে আইনগত সহায়তা কার্যক্রম ব্যাপকভাবে বিস্তার করা হবে। বছরে এখন গড়ে ৩৫ হাজার মামলা নিষ্পত্তি হয়, আমাদের লক্ষ্য এটিকে ২ লক্ষ মামলায় উন্নীত করা। মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যেই যাদের বিরুদ্ধে মামলার কোনো ভিত্তি নেই তাদের বাদ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’