লন্ডনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় এয়ারপোর্টে স্ত্রী ডা. জুবাইয়দা রহমানকে রিসিভ করতে আসেন তারেক রহমান।
আজ শুক্রবার (৬ জুন) সকালে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগ, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত ৬ মে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে আসেন ডা. জুবাইদা রহমান। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের একটি মামলা করে। সেই মামলার কারণে একাধিকবার আদালতে হাজিরা দিতে হয়েছিল তাকে। পরবর্তীকালে মামলার কার্যক্রম দীর্ঘদিন চললেও শেষপর্যন্ত উচ্চ আদালত থেকে তিনি খালাস পান।
দেশে ফেরার প্রেক্ষাপটে ছিল একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, উচ্চ আদালতের রায়ে খালাসপ্রাপ্তি। দ্বিতীয়ত, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট সংগ্রহের মাধ্যমে তার নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা। এই আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর তিনি দেশে ফিরতে সক্ষম হন।
তবে দেশে ফিরে তার ব্যক্তিগত জীবন ছিল আবেগঘন। একদিকে তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু অ্যাইউকুটি প্যানক্রিয়াটাইটিস রোগে আক্রান্ত হয়ে অসুস্থ, অন্যদিকে শাশুড়ি বেগম খালেদা জিয়াও গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বড় বোন শাহীনা জামান বিন্দু অসুস্থ থাকায় তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন। ফলে তার সঙ্গে দেখা করতে পারেননি তিনি।
এসব পারিবারিক ও মানবিক বাস্তবতার মধ্যেই ডা. জুবাইদা রহমান ঈদের আগে স্বামী ও সন্তানের সঙ্গে দেখা করতে আবার লন্ডনে ফিরে গেলেন। তবে দেশ ছাড়ার আগে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং পরিবারের অসুস্থ সদস্যদের জন্য দোয়া কামনা করেছেন। একইসঙ্গে স্বামীকে নিয়ে খুব শিগগিরই আবার দেশে ফেরার আগ্রহও ব্যক্ত করেছেন।