ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আবারো শাহবাগে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।
আজ শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি মিছিল নিয়ে তারা শাহবাগে প্রবেশ করেন।
অবরোধের কারণে শাহবাগের একটি পাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন ‘তুমি কে, আমি কে, হাদি-হাদি’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘লীগ ধর, জেলে ভর’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের জানান, হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না। তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সুফল এখনো জনগণের কাছে পৌঁছায়নি। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া এবং হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’
বিক্ষোভে অংশগ্রহণকারী লক্ষীপুরের তানিয়া ইসলাম বলেন, ‘আমরা হাদিকে ভালোবেসে এসেছি, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। বিচার না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।’
দুপুরে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে একটি পোস্টে দেশের জনগণকে শাহবাগ শহীদ হাদি চত্বরে বিক্ষোভ সমাবেশে যোগদানের আহ্বান জানায়।
ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণার পর প্রচারে অংশ নেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পরে রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে মোটরসাইকেল থেকে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে গুলি করে। মাথায় গুলির আঘাতে গুরুতর আহত হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর থেকে হাদির হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা নিয়মিত শাহবাগে অবস্থান ও বিক্ষোভ চালিয়ে আসছেন।














