এবারের শীতের কাঁপুনি ধরানো হিমেল হাওয়া, কখনও ঝলমলে রোদ যেন বসন্তের আগাম বার্তা। এ খামখেয়ালি আবহাওয়া শুধু সাধারণ মানুষকেই নয়, বিভ্রান্ত করেছে দেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকেও।
পর্দায় যেমন শক্তিশালী উপস্থিতিতে দর্শককে মুগ্ধ করেন, তেমনি বাস্তব জীবনে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এ অভিনেত্রী। শীতকালীন আবহাওয়ার এ অদ্ভুত লুকোচুরি নিয়েই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ছুড়ে দিয়েছেন ভাবনা।
সম্প্রতি ভাবনা তার সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকের এক পোস্টে লিখেছেন, ঠান্ডা কি শেষ হয়ে গেছে? নাকি ঠান্ডারও মুড সুইং হচ্ছে?
নাটক ও চলচ্চিত্রে ব্যস্ততম এ অভিনেত্রীর এমন রসিকতাপূর্ণ প্রশ্নে মেতে উঠেছেন নেটিজেনরা। ভাবনার সে পোস্টের মন্তব্যের ঘর ভরে উঠেছে নানা রকম মজার ও কৌতূহলী মন্তব্যে।
উল্লেখ্য, নট আউট নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা ভাবনা ভয়ংকর সুন্দর চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। অভিনয়ের পাশাপাশি সমসাময়িক নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি ভক্তদের মাঝে সবসময়ই বাড়তি আগ্রহ তৈরি করে।














