ঢালিউড অভিনেত্রী মৌ খান তাঁর দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ইতি টানার ইঙ্গিত দিয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী তিনি অভিনয় ছেড়ে দিয়ে জীবনের বাকি পথ নামাজ-কুরআন ও দ্বীনের আলোয় পার করতে চান। বর্তমানে ই-কমার্স ব্যবসায়ের সাথে যুক্ত এই নায়িকা অসম্পূর্ণ কাজগুলো শেষ করে হালাল ব্যবসার মাধ্যমে জীবনধারণ করবেন বলে জানিয়েছেন।
ঢালিউডের জনপ্রিয় নায়িকা মৌ খান, যিনি দীর্ঘ সময় ধরে নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে দর্শকদের মন জয় করেছেন, এবার অভিনয় জগৎকে বিদায় দেওয়ার ইঙ্গিত দিলেন।
অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক কাজেও ব্যস্ত মৌ খান সম্প্রতি একটি ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন।
তিনি একটি স্ট্যাটাসে জানান, “আমার দীর্ঘ অভিনয়জীবনে যে ভালোবাসা, সমর্থন ও দোয়া পেয়েছি, তা আমি চিরকাল মনে রাখব। আপনাদের কারণে আজকের মৌ খান হয়েছি, এর জন্য অন্তঃস্থল থেকে ধন্যবাদ।”
তিনি আরও লিখেছেন, “তবে ব্যক্তিগত সিদ্ধান্তে আমি আমার অভিনয় ক্যারিয়ার চালিয়ে যেতে চাই না। জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী নামাজ, কুরআন ও দ্বীনের আলোকে চলতে চাই। রাসুল (সঃ)-এর সুন্নাহ অনুসরণ করে আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই।”
মৌ খান বলেন, “যে কয়েকটি কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলো সম্মানিত পরিচালকদের কাছে অনুরোধ দয়া করে সেগুলো শেষ করুন। আমি যা কাজ করেছি তা শেষ করব, কিন্তু আর অভিনয়ের সঙ্গে যুক্ত থাকতে চাই না। ভবিষ্যতে ইনশাআল্লাহ হালাল জীবনযাপন ও ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করব।”
শেষে তিনি যোগ করেন, “আপনাদের ভালোবাসা ও সঙ্গ আমার কাছে চিরকাল অমূল্য থাকবে। আমাকে দোয়ায় রাখবেন যেন আমি আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি।”
মৌ খান ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন এবং এরপর আরও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান।









