জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু বাকের মজুমদার নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত চার সদস্যের এই আংশিক কমিটিতে উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু তৌহিদ মুহাম্মদ সিয়াম এবং দক্ষিণাঞ্চলের সাংগঠনিক সম্পাদক হিসেবে মহীর আলমকে নির্বাচিত করা হয়েছে।
এ বিষয়ে উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক তৌহিদ সিয়াম স্ট্রিমকে বলেন, ‘আজকেই কমিটি প্রকাশিত হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।’
এদিকে, একই দিনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে আল আমিন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এই শাখাকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) এক সমন্বয় সভায় সংগঠনটির নাম পরিবর্তন করে ‘জাতীয় ছাত্রশক্তি’ রাখা হয়। নতুন নামে এই সংগঠনটি এখন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।






