মেহেরপুরে নরমাল ডেলিভারিকে উৎসাহিত করতে দারুণ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সরকারি হাসপাতাল ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নরমাল ডেলিভারি হলে শিশুর জন্মসনদ ও শুভেচ্ছা উপহার দিচ্ছেন তিনি। এ পর্যন্ত মেহেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জন্ম নেওয়া ৪ জন শিশুর পরিবারকে শুভেচ্ছা উপহার দিয়েছেন জেলা প্রশাসক।
মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রুমানা হেলালি জুশি বলেন, নরমাল ডেলিভারি একজন মায়ের জন্য সব থেকে স্বাস্থ্যসম্মত। কিন্তু বর্তমানে বেশির ভাগই সিজারিয়ান পদ্ধতিতে বাচ্চা ভূমিষ্ট করা হচ্ছে। এতে একজন মায়ের স্বাস্থ্যের উপর নানান সমস্যা দেখা দিতে পারে। এজন্য ডিসির উদ্যোগকে স্বাগত জানিয়ে আমরাও মায়ের উদ্বুদ্ধ করছি।
এদিকে হঠাৎ করেই ডিসির কাছ থেকে এমন উপহার পেয়ে খুশি নবজাতকের পরিবার। সদ্য জন্ম নেয়া সারাহ বিনতে রাসেল এর মা শান্তনা খাতুন বলেন, হঠাৎ করে ডিসি এসে আমাদের উপহার দিয়েছেন। মেয়ের নাম ঠিকানা নিয়ে সঙ্গে সঙ্গে ফ্রিতে জন্মসনদও করে দিয়েছেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, সরকারি হাসপাতালে নরমাল ডেলিভারিকে উৎসাহিত করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে যেসব মা নরমাল ডেলিভারি করবেন, তাদের সবাইকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
জেলা প্রশাসকের উদ্যোগকে বাস্তবায়ন করতে সহযোগিতা করছেন, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আর।






